জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত, ৩ জন আহত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত, ৩ জন আহত

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১ মহিলা নিহত হয়েছেন এবং সিএনজি চালক সহ ৪ জন আহত হয়েছেন। ঘাতক ট্রাক আটক সহ ট্রাক চালককে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানাযায়, ৩০ শে জুন রোজ রবিবার বিকাল প্রায় ৪ ঘটিকার সময় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে অর্জুন মার্কেট এর দক্ষিণ পার্শ্বের কলকলিয়াগামী যাত্রীবাহী সিএনজির সাথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা বাহী ট্রাক ( ট্রাকের নাম্বারঃ- ঢাকা -মেট্রো-ন-১৫-৮২-৭৯) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী সুনামগঞ্জের ছাতক উপজেলার ঝিগলী (ছুলেমানপুর) নিবাসী সুহেল মিয়ার স্ত্রী রেখা বেগম (৪০) নামক মহিলা ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। আহতরা হলেন একই গ্রামের কালা মিয়ার স্ত্রী আয়রুন নেছা (৫৫), মনির মিয়ার স্ত্রী রেনু বেগম (৩৫), গফফার এর ছেলে  জাকির মিয়া (১৯), পিতা- গফ্ফার, আফজাল মিয়ার ছেলে সিএনজি  ড্রাইভার শফি মিয়া (৩০)।তৎক্ষনাৎ স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। এবং  ঘাতক ট্রাক আটক করার পাশা-পাশি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বড়ুয়া পাড়া গ্রাম নিবাসী রনেশ চন্দ্র বর্মন এর ছেলে  ট্রাক চালক হরিদাস বর্মন (৪৫)কে আটক করেছে পুলিশ ।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং ট্রাক ও ট্রাক চালককে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ