প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
রাত পোহালেই গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালের রোমাঞ্চকর লড়াই। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে কলম্বিয়া এবং বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
তিন বছরে মেসিদের এটি চতুর্থ ফাইনাল। কোপা আমেরিকা, বিশ্বকাপ আর ফিনালিসসিমা; তিনটি ফাইনালই জিতেছে আকাশি-নীল শিবির। মেসিদের সামনে এবার অন্য রেকর্ডের হাতছানি।
চলতি কোপার শিরোপা জিতলেই লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়বে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ফুটবল বিশ্বে কেবল স্পেনেরই এই কীর্তি আছে।
এদিকে ফাইনালকে সামনে রেখে এরই মধ্যে নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর খবর, সেমির অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ২০০১ সালের পর প্রথমবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে দলটি। ফর্মের তুঙ্গে থাকা হামেস রদ্রিগেজদের কাছে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও বেশি। আর্জেন্টিনাকে উড়িয়ে শিরোপা উল্লাস করতে চায় দেশটির নাগরিকেরা। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটিও ঘোষণা করেছেন দেশটির সরকার প্রধান গুস্তাভো পেত্রো।
এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সমর্থকদের প্রায়ই নানান বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার সেই শঙ্কা নেই। বাংলাদেশের চ্যানেলেই পুরো ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন ভক্তরা।
টি-স্পোর্টসে কোপার ফাইনাল দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও রোমাঞ্চকর এই লড়াই দেখা যাবে। অন্যদিকে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগের সু্যোগ থাকছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest