হুমায়ূন কবীর ফরীদি ##
পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে হাইএক্স গাড়ী চাপায় চাঁদনী(৫) ও সাদিয়া (৪) নামক দুই কন্যা শিশু গুরুতর আহত হয়েছে। ঘাতক হাইএক্স গাড়ী ও চালককে আটক করা হয়েছে।
ঘটনার বিবরণে জানাযায়, ১৫ ই জুলাই রোজ সোমবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর (উত্তর সাদিপুর) গ্রাম নিবাসী মোঃ দুলাল মিয়ার স্ত্রী শিশু সন্তান চাঁদনী বেগম(৫) ও সাদিয়া বেগম(৪) কে নিয়ে আত্বীয় বাড়ী থেকে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা জগন্নাথপুরগামী বাসে নিজ বাড়ী ফেরার পথে বিকাল প্রায় ৫ টা ৩০ মিনিটের সময় পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কলকলিয়া পয়েন্টে বাস থেকে নেমে সড়ক এর পূর্ব পার্শ্ব থেকে পশ্চিম পার্শ্বে পারাপারের সময় জগন্নাথপুরগামী দ্রুত গতির একটি হাইএক্স গাড়ী এই দুই শিশু কন্যাকে চাপা দেয়। এতে শিশু দুজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় ঘাতক হাইএক্স গাড়ী ও হাইএক্স গাড়ী চালক নারায়ণগঞ্জ এর বাসিন্দা তারিকুল ইসলাম বাপ্পীকে জগন্নাথপুর থানা পুলিশ আটক করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘাতক হাইএক্স গাড়ী ও গাড়ী চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।