প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২১
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও নানা আয়োজনে আগেভাগেই উদযাপন করেছেন বাংলাদেশের মহান বিজয় দিবস ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহরে বাংলাদেশি প্রবাসীদের সংগঠন Sacramento Area Bangladeshi American Association (SABAA) বিজয়মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গত শনিবার (১১ ডিসেম্বর) ডেভিস শহরের হারপার জুনিয়র হাই স্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী বিজয়মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি সংগীত, আবৃতি, নাটক এবং নৃত্যের তালে সাজানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবা’র(SABAA) প্রেসিডেন্ট জনাব হাফিজুর চৌধুরী সোহেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ডা. সাইদা কবির তুলি এবং জেনারেল সেক্রেটারি তাসনিম আসলাম মিতু।
দীর্ঘদিন কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে জড়িত থেকে সেবা প্রদান করার জন্য মোহাম্মদ বিল্লাহ রানা সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করে। অতিমারির এই সময়ে সশরীরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ সাড়া পায়। প্রায় দুই বছর পর সবাই একত্রিত হতে পেরে সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে প্রবাসীগণ আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest