প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ তালেবানের হাতে বন্দি মার্কিন নৌসেনার সাবেক কর্মীকে মুক্তি দেয়ার দাবি জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার তিনি স্পষ্ট জানান, তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে।
দু’বছর আগে মার্কিন নৌসেনার সাবেক কর্মী মার্ক ফ্রেরিচসকে অপহরণ করে তালেবান। প্রায় দশ বছর ধরে আফগানিস্তানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওয়াশিংটনের মতে, তালেবানের হাতে আমেরিকার শেষ বন্দি হচ্ছেন ফ্রেরিচস। তাকে মুক্ত করতে পারলে তালেবানের বিরুদ্ধে বড়সড় সাফল্য পাবে বাইডেন প্রশাসন।
এই বিষয়ে এক বিবৃতিতে বাইডেন বলেন, “তালেবান যদি আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র আশাবাদী, তাহলে ওই মার্কিন নাগরিককে দ্রুত মুক্তি দিতে হবে। এটা নিয়ে কোনও আলোচনা হবে না। কোনও মার্কিন নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত করা বা নিরীহ মানুষকে হুমকি দেওয়া মেনে নেওয়া হবে না। কাউকে অপহরণ করা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।”
তালেবানের দখলে চলে যাওয়া আফগানিস্তানে দ্রুত ফুরিয়ে যেতে বসেছে খাদ্য ও অন্যান্য জীবনদায়ী রসদ। বিধ্বস্ত সেদেশের অর্থনীতি। যুদ্ধজর্জর দেশটিতে মানবিক বিপর্যয় এড়াতে গত অক্টোবর মাসে ১২০ কোটি ইউরো আর্থিক সাহায্য ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন। চীন ও তুরস্কের মতো কয়েকটি দেশ ইতিমধ্যেই সেখানে ত্রাণ পাঠানো শুরু করেছে। আফগান জাতীয় ব্যাংকের টাকা ফ্রিজ করে রেখেছে আমেরিকা। এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি পেতে মরিয়া আখুন্দজাদার সরকার। সেই সুযোগ কাজে লাগিয়ে বন্দি মার্কিন নাগরিকের মুক্তির জন্য সচেষ্ট হয়েছেন বাইডেন। সূত্র: রয়টার্স।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest