জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাব সহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪

জগন্নাথপুরে সাংবাদিক আবু তুরাব সহ সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে শাহাদাৎ বরনকারী সিলেটের দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবু তুরাব সহ ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সিলেটে রাজনৈতিক মামলায় আসামি চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট এর প্রতিনিধি সাদিকুর রহমান সাকী সহ আরো অনেকের উপর মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে সিলেট সহ সারা দেশের সকল সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, আমিনূর রহমান জিলু, জামাল উদ্দিন বেলাল, রেজোয়ান কোরেশি, মাসুম আহমেদ রোম্মান আহমেদ সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ