প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর শ্রীধরপাশা গ্রাম এলাকায় রুচিসম্মত খাবারের অনন্য প্রতিষ্ঠান “ভাই ভাই রেস্টুরেন্ট “ এর শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রীধরপাশা গ্রাম এলাকায় উপজেলার কলকলিয়া টু তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের পার্শ্ববর্তী শ্রীধরপাশা দারুলউলুম মাদ্রাসার পূর্ব পার্শ্বে অবস্থিত রাজু এন্ড ঈছাম মার্কেটে মোঃ সালা উদ্দীন “ভাই ভাই রেস্টুরেন্ট” নামক ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। এই প্রতিষ্ঠানে উন্নত মানের রুচিসম্মত খাবারের পরিবেশন করা হচ্ছে। এই প্রতিষ্ঠানটি ১ লা সেপ্টেম্বর রোজ রবিবার উদ্বোধন করা হয়েছে। এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস মুফতী হোসাইন আহমদ , মাওলানা জাহাঙ্গীর আলম, মৌলানা মুতিবুর রহমান, মোঃ ছোরাব আলী, কদ্দুস মিয়া, রাজু আহমেদ, জুনেদ আহমদ, মোঃ তরিকুল মিয়া ও জিয়া উদ্দিন সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
ভাই ভাই রেস্টুরেন্ট এর প্রোপ্রাইটর মোঃ সালা উদ্দীন একান্ত আলাপকালে বলেন, জনসাধারণকে মানসম্মত খাবার পরিবেশন এর লক্ষে আমি এই প্রতিষ্ঠানটি করেছি। স্বাস্থ্য সম্মত পরিবেশে রকমারি খাবার তৈরি করছি। আপনারা আমার প্রতিষ্ঠানে আসবেন। আশাবাদী আপনাদেরকে তৃপ্তিদায়ক খাবার পরিবেশন করতে পারব। আমার এই প্রতিষ্ঠান অর্থাৎ ভাই ভাই রেস্টুরেন্টে আপনারা আমন্ত্রিত।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest