প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
সিলেট সেনা ক্যাম্পের মেজর মোঃ আল- জাবির আসিফ, পিএসসি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন।
৩ রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়া পরিদর্শন করে শারদীয় দূর্গা উৎসবের প্রস্তুতি ও দেশের প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের নিরাপত্তার খোঁজ খবর নেন। এসময় মেজরমোঃ আল- জাবির আসিফ, পিএসসি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সবাই মিলে আমরা এ দেশকে এগিয়ে নিতে হবে। কোন ধরনের সাম্প্রদায়িকতা ও অরাজকতা মেনে নেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে বিশৃঙ্খলারোধে সক্রিয় থেকে কাজ করে যাচ্ছে। তিনি নিবিঘ্নে শারদীয় দূর্গা উৎসব উদযাপনে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এসময় জগন্নাথপুর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মীর মাহদী ফাহিম, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জয়দ্ধীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, শারদীয় দূর্গা উৎসব কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বিভাস দে, জগন্নাথ মন্দিরের সেবাহিত রতন ভট্টাচার্য, কমিউনিটি নেতা বিজু গোপ,অন্তুু দাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ভালো থাকার কথা তুলে ধরেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest