হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে আশ্রয়ণ প্রকল্পের ১৭ টি ঘর জবরদখল মুক্ত করার পাশা-পাশি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মানুষের দিনাতিপাত এর খোঁজ-খবর নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলিয়া গ্রাম এলাকায় নির্মিত হতদরিদ্রদের মধ্যে বরাদ্দকৃত সরকারি ঘর অর্থাৎ আশ্রণ প্রকল্পের ১৪ টি ঘর এর লোকজন দিনের বেলা না থাকার সুবাদে কয়েকজন দুষ্কৃতকারী ব্যক্তি ঘরের দরজার তালার উপর আরেকটি তালা দিয়ে দখলে নেয়। এবং ৩টি ঘরে ৩ পরিবারের লোকজন অর্থাৎ জবর দখলকারীরা বসবাস করে আসছিল। এই খবর পেয়ে ১০ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ আশ্রয়ণ প্রকল্পস্থলে পৌঁছে জবর দখলকৃত ১৪টি ঘরের তালা ভেঙে প্রকৃত মালিকদের মধ্যে ঘর বুজিয়ে দিয়েছেন। এবং বাকী ৩ টি ঘরে অবৈধ ভাবে অবস্থানরত লোকদের সন্ধ্যার মধ্যে ঘর ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর উপ সহকারী কর্মকর্তা নাজমুল হুদা খান, জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস সহকারী ফয়সল আহমদ, উপজেলা সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, সারবেয়ার ফারুক আহমদ ও সুবিধাভোগী জনসাধারণ।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, কেবা কারা ১৪ টি ঘরে তালা ঝুলিয়েছে জানতে পারিনি। তবে এই তালা গুলো ভেঙে প্রকৃত পরিবারকে বুঝিয়ে দিয়েছি। এবং আরো তিনটি ঘরে অনুপ্রবেশকারীদের বিকালের মধ্যে ঘর ছেড়ে চলে যেতে বলেছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা আর কখনো ঘটলে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।