প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
প্রবল বাতাসে জগন্নাথপুরের নলুয়ার হাওরে ঢেউ এর আঘাতে নৌকা ডুবিতে রহিমা(৭৫) নামক এক নারী মৃত্যু বরন করেছেন। এবং মল্লিকা (৪৫) নামক এক নারী নিখোঁজ রয়েছেন।
ঘটনার বিবরণে জানাযায়, ১৩ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা এলাকা থেকে দিরাই উপজেলার একই পরিবারের ছয়জন লোক দিরাই যাওয়ার পথে দুপুরের দিকে জগন্নাথপুর উপজেলাধীন নলুয়ার হাওরের হামহামি এলাকায় পৌছা মাত্রই প্রবল বাতাসে অথৈজলে ঢেউ উঠে নৌকা ডুবিতে জেলার দিরাই উপজেলার কালধর গ্রাম নিবাসী আব্দুল কাদিরের স্ত্রী রহিমা বেগম (৭৫) মৃত্যু বরন করেছেন।এবং তার নাতবউ প্রতিবন্ধী মল্লিকা বেগম(৪৫) নিখোঁজ রয়েছেন। এসময় সাতার কেটে নৌকার মাঝি সহ পাঁচজন পাড়ে উঠেন। বাকি দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই বৃদ্ধাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে প্রতিবন্ধী ওই নারী নিখোঁজ রয়েছেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ওই বৃদ্ধার স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নিখোঁজ ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest