প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পূনঃঅর্থায়নে ১০/০৫/১০০ টাকার হিসাবপ্রান্তিক/ভূমিহীন কৃষক,নিম্নআয়ের পেশাজীবি,স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং প্রান্তিক/ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও প্রকাশ্যে ঋণ বিতরণ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সম্মাননা এবং ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্র্যাক ব্যাংক লিমিেিটড এর আয়োজনে শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে পরিচালনারত ২৬টি ব্যাংকের কর্মকর্তারা এই কর্মসূচীতে অংশগ্রহন করেন।
সিলেট অঞ্চলের ব্র্যাকব্যাংকের পিএলসি রেজাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক(এফ আই ডি) মোঃ ইকবাল মহসীন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক(এফ আই ডি) তানভীর এহসান,ব্র্যাক ব্যাংক পিএলসি প্রধান ক্ষুদ্র ব্যবসা বিপ্লব কুমার বিশ^াস, হেড ব্র্যাক ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান রেজাউর রহমান,বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট নির্দেশনায় আরো উপস্থিত ছিলেন ডাচবাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার গোলাম আজাদ সহ আরো অনেকেই।
প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক(এফ আই ডি) মোঃ ইকবাল মহসীন বলেছেন ১০/৫০/১০০ টাকা প্রাথমিক জমায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্টহোল্ডার,ভূমিহীন কৃষক,ও প্রান্তিক জনগোষ্ঠি৫০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত স্পট লোন নেওয়ার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের ৭৫০ কোটি টাকার পূনঃঅর্থায়ন সুবিধার আওতায় এসব স্বল্পআয়ের মানুষ এই ঋণটি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন,এই সহজ ঋণের মাধ্যমে প্রান্তিক মানুষেরা নিজেদের ব্যবসায় পুঁজি বিনিযোগ এবং নতুন ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন। এভাবে তারা তাদের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে সক্ষম হবেন। এই ব্যবসাগুলোর বেশিরভাগই গ্রামাঞ্চলে অবস্থিত,এই প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচীটি গ্র্রামীণ অর্থনীতি পূণরুজ্জীবিত করে এসব এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ ও স্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬.১০.২০২৪
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest