প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আছাদ(৪২) ও ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা মুহিবুর (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৬ ই অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর গ্রাম নিবাসী মৃত আনোয়ার কোরেশীর ছেলে জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি আদালত কর্তৃক সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আছাদ কোরেশি (৪০)কে গ্রেপ্তার করেছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর সেরা গ্রাম নিবাসী গয়াস মিয়ার ছেলে পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আসামীদ্বয়কে ৭ ই অক্টোবর রোজ সোমবার আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest