প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
একদিনের মৌখিক নোটিশে কিভাবে চাকুরী যায় এমন অভিযোগ এনে এবং তাদের চাকুরী পূর্ণবহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবীতে শান্তিপূর্ণভাবে আমরণ অনশন কর্মসূচী পালন করছেন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের বিভিন্ন পদ থেকে চাকুরীচ্যুত আয়া,সুইপার,সুপারভাইজারসহ বিভিন্ন পদের কর্মচারীরা।
আজ ২৩ শে অক্টোবর রোজ বুধবার সকাল থেকেই হাসপাতালের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচী শুরু করেছেন। এ সময় বক্তব্য রাখেন,ওয়াজেদ আহমেদ মৃদুল,মিজানুর রহমান,সোহেল মিয়া,শাহীনা আক্তাওে পলি,তৌহিদ মিয়া ও শহীদ মিয়া প্রমুখ।
কর্মচারীরা বলেন,সারা বাংলাদেশের সবগুলো হাসপাতালে যদি আউটসোর্সিং পদে কর্মচারীরা বহাল থাকতে পারে তাহলে সুনামগঞ্জ হাসপাতালের কর্তপক্ষরা কেন এমন আচরণ আমাদের সাথে করেছেন। আমরা বর্তমানে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহার না খেয়ে জীবন জীবিকা নির্বাহ করছি। কি অপরাধ ছিল আমাদের, হাসপাতালের কর্তৃপক্ষ একদিনের মৌখিক নোটিশ দিয়ে আমাদেরকে আউটসোর্সিয়ের বিভিন্ন পদে কর্মরত ৩৬ জন কর্মীকে চাকুরী থেকে অব্যাহত দেয়া হল। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও সুনামগঞ্জের জেলা প্রশাসকের নিকট জোর দাবী জানাচ্ছি অনতি বিলম্বে আমাদের চাকুরীতে পূর্ণবহাল করে আমাদের পরিবার পরিজনকে অনাহার ও অর্ধাহারে জীবন চলার পথ থেকে বাচাঁনো । অন্যতায় তারা এই চাকুরী ফিরে পেতে প্রয়োজনে আত্মহুতি দেয়ার ও হুশিয়ারী উচ্চারন করেন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest