জগন্নাথপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪

জগন্নাথপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী সোহেল (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এস আই মোঃ শাহিন হোসেন ও এএসআই সজীব মিয়া সহ একদল পুলিশ ২৫ শে অক্টোবর রোজ শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী যোগলনগর গ্রাম এলাকায়   বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার শ্রীপতিপুর গ্রাম নিবাসী মৃত তেরাই মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী সোহেল মিয়া(৪৫) কে ৪০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে ( জগন্নাথপুর থানার মামলা নং-১৪, তারিখ-২৫/১০/২০২৪ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক))। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৬ শে অক্টোবর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ