জগন্নাথপুরে গরু চুরি মামলার দুই আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

জগন্নাথপুরে গরু চুরি মামলার দুই আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি##

গরু চুরি মামলার আসামী জুনেদ(৩০) ও রুবেল (৩৫) কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার এস আই মোঃ শাহিন হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ ২৯ শে অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার আমড়াতৈল গ্রাম নিবাসী কদরিছ আলীর ছেলে গরু চুরি মামলার আসামী জুনেদ হোসেন (৩০) ও ছাতক উপজেলার চান্দভরাং গ্রাম নিবাসী মৃত মোস্তফা আলীর ছেলে গরু চুরি মামলার আসামী রুবেল আহমদ (৩৫) কে গ্রেপ্তার করেছেন( জগন্নাথপুর থানার মামলা নং-০১তারিখ-০১/১০/২০২৪ ইং ধারা-৩৭৯/৩৪ পেনাল কোড)। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৩০ শে অক্টোবর সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ