চিলাউড়া -জগন্নাথপুর সড়ক প্রসস্থ ও সংস্কারের দাবীতে আলোচনা সভা

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪

চিলাউড়া -জগন্নাথপুর সড়ক প্রসস্থ ও সংস্কারের দাবীতে আলোচনা সভা

হুমায়ূন কবীর ফরীদি ##

চিলাউড়া টু জগন্নাথপুর সড়ক প্রসস্থ ও সংস্কারের দাবীতে বৃহত্তর চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া টু জগন্নাথপুর সড়ক প্রসস্থ ও সংস্কারের দাবীতে বৃহত্তর চিলাউড়া গ্রামবাসীর আয়োজনে ৮ ই নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় চিলাউড়া বাজারে গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ সুরুত আলী (সাবেক মেম্বার) এর সভাপতিত্বে ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সাধারন সম্পাদক রেজাউল করিম রিপন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা হাজী এম এ রব মাওলানা সেরুজ্জামান, সাবেক মেম্বার সাব্বির আহমদ, মাওলানা মোঃ আলী আক্কাস, স্পেন প্রবাসী হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা ছায়াদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আরজু মিয়া, যুবননেতা দিলোয়ার হোসেন, তরুণ ছাত্রনেতা তুহিনুর রহমান,সিলেট এমসি কলেজ শাখা ছাত্র শিবিরের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, যুবনেতা রুজিল ইসলাম, শিক্ষার্থী জসীমউদ্দিন রাহমানী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,
জগন্নাথপুর উপজেলা সদরের সাথে যোগাযোগ স্থাপনকারী চিলাউড়া টু জগন্নাথপুর সড়ক ভেঙে চুড়ে একাকার হয়ে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি পায়ে হেটে চলাচলের ক্ষেত্রেও অনুপযোগী। এই ভাঙা -চোড়া সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে বৃহত্তর চিলাউড়া গ্রামবাসী সহ চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর শতশত স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং হাজার হাজার মানুষ জীবন -জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করছেন। প্রায় প্রতিনিয়তই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। এছাড়াও এই সড়ক দিয়ে দিরাই উপজেলার পূর্বাঞ্চলের জনসাধারণ বিভাগীয় শহর সিলেট শহর রাজধানী শহর ঢাকায় যাতায়াত করেন।বিদায় এই সড়কটির করুন দশা নিরশনে জনস্বার্থে সড়কটি প্রসস্থ করন সহ সংস্কার করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বক্তারা আরো বলেন, জনদুর্ভোগ লাগবে অনতি বিলম্বে এই সড়কের সংস্কারকাজ করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
সভার শুরুতে পবিত্র থেকে তেলাওয়াত করেন, হাফিজ হোসাইন আহমদ খান।
এসময় উপস্থিত ছিলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর সর্বস্তরের জনসাধারণ।

এ সংক্রান্ত আরও সংবাদ