জগন্নাথপুরে চাঞ্চল্যকর সুজিত হত্যার ৩ আসামী র‍্যাব এর খাঁচায় বন্দী, সিএনজি উদ্ধার

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

জগন্নাথপুরে চাঞ্চল্যকর সুজিত হত্যার ৩ আসামী র‍্যাব এর খাঁচায় বন্দী, সিএনজি উদ্ধার

হুমায়ূন কবীর ফরীদি ##

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতু উপর সুজিত দাস(৩০)কে হত্যাকারী ৩ আসামীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ র‍্যাব- ৯ এর একটি টিম। যে ছুরি দিয়ে সুজিত কে জবাই করেছে সেই ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে ১৮ ই নভেম্বর রোজ সোমবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে জগন্নাথপুর এর চাঞ্চল্যকর সিএনজি চালক সুজিত দাশ (৩০) হত্যা মামলার আসামী জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের শালদিঘা গ্রামের আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ জেলা সদর উপজেলার নোহাটি গ্রামের মৃতঃ তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও একই জেলার বাহুবল উপজেলার পনারআব্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোঃ শিবলু মিয়া (২০) কে গ্রেপ্তার করেন। এবং গ্রেপ্তারকৃত আসামীদের ১৯ শে নভেম্বর জগন্নাথপুর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব- ৯ সিপিসি- ৩ সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার এ কে এম মেজর ফয়সাল গণমাধ্যমকে বলেন, রানীগঞ্জ সেতু উপর সিএনজি চালক সুজিত দাস(৩০)কে হত্যাকারী ৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। যে ছুরি দিয়ে সুজিত কে জবাই করেছে সেই ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতাকৃত আসামীদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বিগত ১৬ ই নভেম্বর রোজ শনিবার দিবাগত রাত প্রায় ৯ টায় পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশে রানীগঞ্জ সেতুর ওপর উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রাম নিবাসী  সোহাগ দাসের ছেলে সুজিত দাস(৩০) নামক এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে থানা পুলিশ। সুজিত দাস(৩০)কে হত্যা করে দুর্বৃত্তরা তার চালিত সিএনজি নিয়ে যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ