প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ এর অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী সহ ৪৯ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।
মামলার এজাহার সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিগত ১৭ ই নভেম্বর রোজ রবিবার দিবাগত রাত ৯ টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করার পাশা-পাশি অফিসে আগুন লাগিয়ে দেয়। এসময় অফিসে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা প্রায় ১ লাখ টাকা, ল্যাপটপ ও টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মীরপুর ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুন নূর বাদী হয়ে ১৯ শে নভেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন , সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন, এমন অভিযোগে মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি ২১ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। বাকিটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest