জগন্নাথপুরে রূপালী লাইফ ইনসিওরেন্সের গাহকের মরণোত্তর চেক হস্তান্তর

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১

জগন্নাথপুরে রূপালী লাইফ ইনসিওরেন্সের গাহকের মরণোত্তর চেক হস্তান্তর

ডেস্ক:-  সুনামগঞ্জের জগন্নাথপুরে রূপালী লাইফ ইনসিওরেন্স
কোম্পানি লিমিটেড এর গাহক রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের শিহাব উদ্দিন হাতে মরণোত্তর চেক হস্তান্তর করা হয়।

গতকাল ২৭ ডিসেম্বর রোজ সোমবার দুপুর ১২ টায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড জগন্নাথপুর এজেন্সি অফিসে মরণোত্তর চেক দেওয়া হয় মৃত রুকশানার স্বামী শিহাব উদ্দিনের হাতে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্সের সিলেট সার্ভিস সেল ইনচার্জ (এস.ই.ভি.পি.) শেখ আবিদুর রহমান বাদশা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিদ, জগন্নাথপুর এজেন্সি অফিস আর.সি (উঃ) সুজিত আচার্য্য, মহিলা কাউন্সিলর বাহারজান বিবি,কবির মিয়া,শুভ্র আচার্য্য, পারভিন আক্তার খাতুন সহ অফিসের সকল কর্মী ও গ্রাহক বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ