জগন্নাথপুরে চুয়াত্তর দিনের মাথায় ওসি বদলি, নতুন ওসির যোগদান

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

জগন্নাথপুরে চুয়াত্তর  দিনের মাথায় ওসি বদলি, নতুন ওসির যোগদান

হুমায়ূন কবীর ফরীদি ##

মাত্র দুই মাস চৌদ্দ  দিনের মাথায় জগন্নাথপুর থনার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দকে অনত্র বদলি করা হয়েছে। এবং এখানে নতুন ওসি হিসাবে যোগদান করেছেন মোঃ রুহুল আমিন।
পুলিশ প্রশাসন সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় যোগদানের উননব্বই দিনের মধ্যেই অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দকে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলি করা হয়েছে। এবং গতকাল ৭ ই ডিসেম্বর রোজ শনিবার এই থানায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোঃ রুহুল আমীন। তিনি ইতিপূর্বে নোয়াখালী সেনবাগ থানা, কুমিল্লা থানা ও সুনামগঞ্জ জেলার ছাতক থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
যোগদানের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বলেন, জগন্নাথপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেছি। সার্বিক আইনশৃংখলা রক্ষায় কাজ করবো। এ জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, চলতি সনের বিগত ২২ শে সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ