জগন্নাথপুরে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে মানববন্ধন || ফ্যাক্টঃ অগ্নিকান্ডে ৭টি ঘর সহ গবাদিপশু পুড়ে ছাঁই

প্রকাশিত: ৬:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

জগন্নাথপুরে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে মানববন্ধন || ফ্যাক্টঃ অগ্নিকান্ডে ৭টি ঘর সহ গবাদিপশু পুড়ে ছাঁই

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি ঘর সহ গবাদিপশু পুড়ে ছাঁই হয়ে যাওয়ার পিছনে ফায়ার সার্ভিসের দায়িত্বে অবহেলা ও গাফিলতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।
১২ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সাড়ে ছয় ঘটিকার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত চিলাউড়া (পুঞ্জিপাড়া) গ্রাম নিবাসী ময়না মিয়ার বসত ঘর সহ ৭ টি ঘর,,, গবাদিপশু, ধান-চাউল ও নগদ টাকা পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১০/১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সাথে সাথে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বিষয়টি জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে বারবার অবহিত করলেও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে যায়নি। স্থানীয় জনসাধারণ প্রায় দেড়ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করেন। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছছে পৌছছে বললেও ঘটনাস্থলে যায়নি। রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, ,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেওয়ার পাশা-পাশি খাদ্য ও শীতবস্ত্র সহায়তা প্রদান করেছেন। তবে এই দুর্ঘটনা ঘটাকালীন সময় অর্থাৎ ১২ ডিসেম্বর রাতে এমনকি ১৩ ডিসেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে যাননি বলে স্থানীয়রা বলেছেন। এরই পরিপেক্ষিতে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের অবহেলা ও গাফিলতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এখানে কর্তব্যরত ফায়ার সার্ভিস দলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষে জগন্নাথপুর উপজেলাবাসী ও চিলাউড়া হলদিপুর ইউনিয়নবাসীর আয়োজনে ১৩ ই ডিসেম্বর বাদ আছর জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ এর সভাপতি মাওলানা আজমল হোসাইন জামীর সভাপতিত্বে ও স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাধারন সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আজমল হোসাইন জামী, জগন্নাথপুর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন,সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সাবেক সভাপতি মাসুম আহমদ, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সভাপতি হুমায়ূন কবির, তরুণ সমাজ সেবক শুয়াইবুর রহমান সুয়েব, ছাত্রনেতা ইমন আহমদ, মারজান আহমদ, আকমল হোসেন, তুহিনুর আহমদ, তারেক আহমদ মিটু, রুহুল আমীন, স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর সহ-সভাপতি সুলেমান আহমদ, আমিনুর রহমান হিমল, মনোয়ার হোসেন, ক্রীড়া সংগঠক রাসেল আহমদ।
মানববন্ধন কর্মসূচিতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফিজ মামুন আহমদ।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, চিলাউড়া (পুঞ্জিপাড়া) গ্রামের একটি বাড়ীতে আগুন লাগার সাথে সাথে বিষয়টি জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে অবহিত করার পরও তারা ঘটনাস্থলে যাননি এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারের কোনো খোঁজ খবর নেননি। স্থানীয়রা দেড় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি ঘর গবাদিপশু ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০/১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৭ টি পরিবার নিস্ব পয়ে পড়েছে। ফায়ার সার্ভিস দলের খামখেয়ালিপনার কারনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছলে ক্ষয়ক্ষতি এমন হতোনা। বিধায় জনস্বার্থে জগন্নাথপুরে কর্মরত ফায়ার সার্ভিসের টিম এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এ সংক্রান্ত আরও সংবাদ