কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুর এর ঐতিহ্যবাহী কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ নির্বাচন কমিশনার এর নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া বাজার বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী জানুয়ারী মাসের ১০ তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আলী হোসেন, হারুন মিয়া, সহ-সভাপতি পদপ্রার্থী দিলোয়ার হোসেন, সাধারন সম্পাদক পদপ্রার্থী ফখরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ পদপ্রার্থী মুনসুর আলী ১৫ ই ডিসেম্বর রোজ রবিবার সন্ধ্যালগ্নে শাহজালাল ফার্মেসীতে নির্বাচন কমিশনার মিজানুর রহমান এর নিকট মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই সময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, সাবেক মেম্বার মির্জা আবদুল লতিফ, ব্যবসায়ী জহুর আলী, জিলু মিয়া, রাফিক মিয়া,  মির্জা ইমাদ উদ্দিন মাছুম ও আলীনুর  প্রমূখ।
এ ব্যাপারে কলকলিয়া বাজার বনিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন এর নির্বাচন কমিশনার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ ই ডিসেম্বর। এই দিন সভাপতি পদে ২জন, সহ-সভাপতি পদে ১ জন, সাধারন সম্পাদক পদে ১ জন ও কোষাধ্যক্ষ পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম বাচাই ১৮ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ২০ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২১ শে ডিসেম্বর।এবং আগামী ১০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ