জান্নাতুল ফেরদৌসী আরিফা, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর প্রেসক্লাব কর্তৃক বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমান এর স্বদেশ আগমনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী সায়েক এম রহমান সম্প্রতি জন্মভূমি বাংলাদেশে এসেছেন। তাঁর এই আগমনকে স্বাগত জানিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাব এর আয়োজনে ২৬ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু’র পরিচালনায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী সায়েক এম রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী রাজনীতিবিদ ও ট্রাস্টি এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ আব্দুল হাই, যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের সিনিয়র সহ-সভাপতি মোঃ বশির মিয়া, বিএনপি নেতা কবি ও লেখক সালাউদ্দিন আহমেদ মিটু, জগন্নাথপুর প্রেসক্লাব এর সদস্য জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, গোলাম সারোয়ার, আল-আমীন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সদস্য হুমায়ূন কবীর ফরীদি, শাহ এসএম ফরিদ, হুমায়ুন কবির, আমিনুল হক সিপন, গোবিন্দ দেব, আমিনুর রহমান জিলু, হিফজুর রহমান তালুকদার জিয়া, রেজওয়ান কোরেশি, সুমিত রায়, মিজান ও দোলন প্রমূখ।
বক্তব্য পর্ব শেষে সংবর্ধিত অতিথি বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী সায়েক এম রহমানকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠান এর শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর সদস্য মাছুম আহমদ।