প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিতরণ শুরু হয়েছে। ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার উপজেলার আশারকান্দি ইউনিয়নে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বরকত উল্লাহ।এই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১৩২টি পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান খানসহ পরিষদের ইউপি সদস্যদবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ জানান, এ উপজেলায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৭০০ কম্বল বরাদ্দ পাওয়া গেছে। প্রত্যেকটি ইউনিয়নের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest