সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সহ ৫ জন কারাগারে

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সহ ৫ জন কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পেরণ করেন আদালত।

অন্য নেতারা হলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা আওয়ামীলীগের সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. জিয়াউর রহিম শাহীন বলেন, সাবেক মেয়র নাদের বখতসহ ৫ নেতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এসময় তারা জয়বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করেছেন। আমরা প্রতিবাদ করেছি।

এ সংক্রান্ত আরও সংবাদ