জগন্নাথপুরে ১ পলাতক আসামী ও মাদকদ্রব্য সহ ২ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

জগন্নাথপুরে ১ পলাতক আসামী ও মাদকদ্রব্য সহ ২ জন গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী কেফায়েত (৪০), মাদকদ্রব্য সহ খিদীর(৪৫) ও আবেদ(৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ সাকিব হোসেন ও এসআই মোঃ লুৎফুর রহমান সহ একদল পুলিশ ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রাম নিবাসী ইরফান উল্লাহ-র ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক জিআর-৩০/২৪ (জগঃ) মামলার আসামী মোঃ কেফায়েত উল্লাহ (৪০), জগন্নাথপুর উপজেলার সাদিপুর (পশ্চিমপাড়া) গ্রাম নিবাসী মৃত আয়াজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ খিদীর মিয়া(৪৫) কে ছয় হাজার টাকা সমপরিমাণ মূল্যের গাঁজা সহ গ্রেপ্তার করেন (জগন্নাথপুর থানার মামলা নং-১০ তারিখ-২৮/১২/২০২৪ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(ক) এবং জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রাম নিবাসী মৃত ইউনূস উল্লাহ’র ছেলে মাদকদ্রব্য ব্যবসায়ী মোঃ আবেদ আলী(৪০) কে ১৫ হাজার ৩ শত টাকা সমপরিমাণ মূল্যের ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন(জগন্নাথপুর থানার মামলা নং ১১ তারিখ-২৯/১২/২৪ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারনির১০(ক)। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন।

এ সংক্রান্ত আরও সংবাদ