প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৭
দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জনের নিহত হয়েছেন। দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন রানওয়ে থেকে সরে গিয়ে একটি বেড়াতে আছড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ যাত্রী নিয়ে বহনকারী বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমানবন্দরের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতের ফলে বিমানটিতে আগুন ধরে যায়।
ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে এবং অনেকে আহত হয়।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুয়ান বিমানবন্দরে উদ্ধার অভিযান চলছে। বিমানটিতে আগুন লাগার পর আকাশ ধোঁয়ায় ভরে যায় এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা দেখা দেয়।
জরুরি সেবাকর্মীরা আহতদের সাহায্য করতে এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest