জগন্নাথপুরে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

জগন্নাথপুরে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে ২ কেজি গাঁজা সহ মাসুক(৪৮) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আদালত ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২৯ শে ডিসেম্বর রোজ রবিবার দিবাগত রাতে জগন্নাথপুর পৌর শহরে বিশেষ অভিযান পরিচালনা করে এই পৌর শহরের ইকড়ছই গ্রাম নিবাসী মৃত আতিক আলীর ছেলে সিএনজি চালিত অটোরিক্সা চালক মাসুক আলী(৪৮) কে দুই কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে ৩০ ডিসেম্বর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
গণমাধ্যমে এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন।

এ সংক্রান্ত আরও সংবাদ