জগন্নাথপুর – পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও এক জন আহত

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

জগন্নাথপুর – পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত ও এক জন আহত

হুমায়ূন কবীর ফরীদি##

পাগলা-জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আবির(১৬) নামক এক শিক্ষার্থী নিহত হয়েছে। এবং এক কিশোর আহত হয়েছে।


বিভিন্ন সুত্রে ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হলদারকান্দী গ্রাম নিবাসী বর্তমানে জগন্নাথপুর পৌর এলাকায় বসবাসকারী লাইব্রেরী ব্যবসায়ী আমির হোসেন ও শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান নীলার একমাত্র পুত্র জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাহফিমুল হাসান আবির(১৪) ও তার সম্পর্কে চাচা আবু তালেব(১৫) পৃথক মোটরসাইকেল যোগে ২ রা জানুয়ারী নিজ গ্রাম হইতে জগন্নাথপুর পৌর শহরে যাওয়ার সময় সন্ধ্যা প্রায় ৬ ঘটিকার সময় পাগলা -জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর দারাখাই ব্রীজের শতাধিক গজ উত্তর পার্শ্বে পৌঁছা মাত্রই তাদের মোটরসাইকেল দুটির সংঘর্ষ বাঁধে। এতে সড়কের উপর ছিটকে পড়ে মোটরসাইকেল চালক তাহফিমুল হাসান আবির (১৪) ও আবু তালেব (১৫) গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তাহফিমুল হাসান আবির (১৪) কে মৃত ঘোষণা করেন। এবং অপর আহত আবু তালেব (১৪) কে চিকিৎসা প্রদান করেছেন।


এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ উদ্ধার করার পাশা-পাশি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। নিহত শিক্ষার্থী তাহফিমুল হাসান আবির এর মরদেহ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়েছে। এবং আহত আবু তালেব (১৪) কে প্রাথমিক চিকিৎসা শেষে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ