প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫
লক্ষীপুরে গণসমাবেশে বক্তব্য দেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু
ইউএস বাংলা বার্তা ডেস্কঃ
সংস্কার ও নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, সংস্কারের কাজ সংস্কারের লোকেরা করবে, নির্বাচনের কাজ নির্বাচনের লোকেরা করবে। দুইটা কাজই আলাদা। তাই এই দুইটা কাজ নিয়ে ঝগড়া বন্ধ করে গরিব-মেহনতি, শ্রমিক-জনতা, নির্যাতিত মানুষের কথা ভাবুন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা মাঠে এবি পার্টির জেলা কমিটির ব্যানারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।
রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে মঞ্জু আরও বলেন, সংস্কার, নির্বাচন, খুনিদের গ্রেফতার এবং জনগণের সমস্যার সমাধান করতে হবে। আগামী এক বছরের মধ্যে সংবিধান সংশোধন করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। এসময় আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলাতে পরিবর্তন হলে ঢাকায় পরিবর্তন আসবেই। আর যদি গ্রামে, ইউনিয়নে না বদলাতে পারেন তাহলে বাংলাদেশ আরও খারাপ হবে। শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার হবে এবং ওই স্বৈরাচারও আপনাদের (জনগণের) ভোটে নির্বাচিত হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, হাসিনাকে চান নাকি নতুন বাংলাদেশ চান।
জেলা এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মশিউল আলম সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্যা টুটুল, যুক্তরাজ্য এবি পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ।
সুত্রঃ জাগো নিউজ
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest