জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স’মিল পুড়ে ছাঁই, চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে স’মিল পুড়ে ছাঁই, চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর এর রানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি স’মিল পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানাযায়, ৫ ই জানুয়ারী রোজ শনিবার দিবাগত গভীর রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারস্থ মের্সাস মোতাহির আলী স’মিলে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় মসজিদের মাইকে আগুন লাগার এলান দেওয়া হয়। মাইকের এলান শুনে স্থানীয়রা দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। তাতে আগুন নিয়ন্ত্রণে আসায় জগন্নাথপুর ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভোরে জগন্নাথপুর ফায়ারসার্ভিস একটি দল দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে করতে সক্ষম হন। ততক্ষণে স’মিলে রক্ষিত কাটাগাছ, টিনসেট ঘর ও স’মিল এর এর মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স’মিলের পরিচালক আবুল হোসেন বলেন, রাত ৮টায় স’মিলের কাজ শেষে বাড়িতে চলে যাই। গভীর রাতে স’মিলে আগুন লেগেছে মাইকে শুনতে পেয়ে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় স্থানীয় কিছু লোকজন ছিলেন তাদের নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেছি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়েছেন। স’মিল মালিক মোতাহির আলী বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা, মাইকে আগুন লাগার এলান শুনে এসে দেখি আমার স’মিল আগুনে পুড়ছে। আগুন স’ মেশিন সহ ঘরটি সম্পুর্ণ পুড়ে ছাঁই হয়ে গেছে, আগুনে পুড়ে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর ফায়ারসার্ভিসের ফাইটার হাসান মোল্লা বলেন, ভোরবেলা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল রানীগঞ্জ গিয়ে আগুন নিভাতে পেরেছি, ঘরের টিনের চালা সহ মেশিনের সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ