জগন্নাথপুরে ” জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্টে সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

জগন্নাথপুরে ” জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্টে সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে “জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন ও পাটলী ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়েছে।
” এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পর্যায়ের “জুলাই স্মৃতি ফুটবল ” টুর্নামেন্টের ফাইনাল খেলা ৭ ই জানুয়ারী রোজ মঙ্গলবার বিকালে জগন্নাথপুর পৌর শহরস্থ হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় পাটলী ইউনিয়ন একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন একাদশ এবং শূন্য গোলে রানার্সআপ হয়েছে পাটালী ইউনিয়ন একাদশ।
পরে পুরস্কার বিতরনী সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্ল্যাহ’র সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্ল্যাহ, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য শামীম আহমদ প্রমূখ। এসময় জগন্নাথপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ, সহকারী শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, ডাঃ শহিদুল্লাহ কায়সার, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি সালাহ উদ্দিন, জগন্নাথপুর বিএনপির সাবেক প্রচার সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল বক্স, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির সহ ক্রীড়ামোদী বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত ” জুলাই স্মৃতি ফুটবল” টুর্নামেন্টে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌর সভা থেকে মোট ৯ টি দল অংশ গ্রহন করেছিল। তমধ্যে সমাপনী ফাইনাল খেলায় সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন একাদশ ১-০ গোলে পাটলী ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং পাটলী ইউনিয়ন একাদশ রানার্সআপ হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ