প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদপ্রার্থী হারুনুর রশীদ হারুন মিয়া ও আলী হোসেন অবিরাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সহ-সভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ ও সহ সাধারন সম্পাদক প্রার্থী নিঃশ্চিন্তায় ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছেন।
আর মাত্র একদিন বাকী। দিন পেরিয়ে রাত পোহালেই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া বাজার বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ব্যানার ও পোস্টার বাজারের সর্বত্র টানানো হয়েছে। হোটেল- রেস্তোরাঁ সহ বাজারের প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে নির্বাচনী আলাপ-আলোচনা চলছে। এই নির্বাচনে কে হবেন সভাপতি এনিয়ে ভোটার ও সচেতন মহলে চুল-ছেঁড়া বিশ্লেষণ চলছে । কারন এই নির্বাচনে দুইবারের সাবেক সভাপতি এবারও ছাতা প্রতীকে সভাপতি পদপ্রার্থী হারুনুর রশীদ হারুন মিয়া ও আনারস প্রতীকে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন অবিরাম প্রচার -প্রচারণা চালিয়েছেন। কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের সাথে কোশল বিনিময় করে ভোট প্রার্থনা করার পাশা-পাশি দোয়া কামনা ও ভালবাসা কামনা করেছেন এবং করছেন। ৮ ই জানুয়ারী রোজ বুধবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, কলকলিয়া বাজার বনিক সমিতির দুই বারের সাবেক সভাপতি এই নির্বাচনে ছাতা প্রতীকের সভাপতি পদপ্রার্থী হারুনুর রশীদ হারুন মিয়া বিগত সময়ে বাজারের উন্নয়ন এর স্বার্থে এবং ব্যবসায়ী ও জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করেছেন। এতে করে প্রচার -প্রচারণার মধ্য দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টারত আছেন। এবং তাঁর পক্ষে সারাও পাচ্ছেন। আর বাজারের পুরাতন ব্যবসায়ী এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আলী হোসেন বাজারের উন্নয়ন এর স্বার্থে ও ব্যবসায়ী এবং জনসাধারণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বার্থহীন ভাবে কাজ করে আসছেন। প্রচার প্রচারণায় ভাল অবস্থানে আছেন। কারন নির্বাচনে তিনি নতুন মূখ হওয়ায় ভোটারদের কাছ থেকে ভাল সমর্থন পাচ্ছেন। দিন শেষে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা শতভাগ বিরাজমান রয়েছে। ভোটার ও এলকার সচেতন মহলের ভাষ্যমতে সামান্য ভোটের ব্যবধানে জয়-পরাজয় নিশ্চিত হবে।
এদিকে সহ-সভাপতি পদপ্রার্থী দিলোয়ার হোসেন, সাধারন সম্পাদক পদপ্রার্থী ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মনসুর মিয়া ও সহসাধরন সম্পাদক পদে পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান ( মিজান ফার্মেসী) একক প্রার্থী হওয়ায় ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা নিশ্চিতন্তে ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছেন। যার ফলে কেবলমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest