কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলছে

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরের কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজার বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ ১০ ই জানুয়ারী রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সভাপতি পদে ভোট গ্রহণ চলছে। এতে প্রতিদ্বন্দ্বীতা করছেন, আনারস প্রতীকে সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন ও ছাতা প্রতীকে সভাপতি পদপ্রার্থী হারুনুর রশীদ হারুন মিয়া (কলকলিয়া বাজার বনিক সমিতির সাবেক সভাপতি)। স্বতস্ফূর্তভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করছেন। বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুপুর পর্যন্ত ১৩০ ভোট কাস্ট হয়েছে। সর্বমোট ভোটার সংখ্যা ২২১।
এব্যাপারে একান্ত আলাপকালে সহকারী নির্বাচন কমিশনার কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকাল ৪ ঘটিকার সময় ভোট গ্রহণ সম্পন্ন হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতিমধ্যে সাধারন সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সহসাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ