কলকলিয়া বাজার বনিক সমিতির নব-নির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া দিয়ে বরন

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

কলকলিয়া বাজার বনিক সমিতির নব-নির্বাচিত সভাপতিকে ফুলের তোড়া  দিয়ে বরন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকলিয়া বাজার বনিক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ আলী হোসেনকে ফুলের তোড়া দিয়ে বরন করেছেন ও শুভেচছা জানিয়েছেন বাজার এর ব্যবসায়ী মো: মাসুম আহমেদ, মির্জা ইমাদ উদ্দিন মাছুম, মো: সালমান শাহ, মো: আকিকুর রাহমান, মো আবদুল কাদির, মো: কাওছার আহমেদ ও মো: নজির আলম প্রমূখ।
উল্লেখ্য, ১০ ই জানুয়ারী কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আনারস প্রতীকে সভাপতি পদপ্রার্থী আলী হোসেন ১২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ হারুন মিয়া ৮৬ ভোট পেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ