প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
হুমায়ুন কবীর ফরীদি ##
কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আলী হোসেন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
১০ ই জানুয়ারী রোজ শুক্রবার কলকলিয়া বাজার বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১ শত ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুনুর রশীদ হারুন মিয়া (কলকলিয়া বাজার বনিক সমিতির সাবেক সভাপতি) ছাতা প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। আর উক্ত নির্বাচনে সাধারন সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সাধারন সম্পাদক পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারন সম্পাদক ফখরুল ইসলাম,সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মনসুর মিয়া ও যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে পল্লী চিকিৎসক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
এব্যাপারে কলকলিয়া বাজার বনিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া বলেন, থানা পুলিশ এর উপস্থিতিতে শান্তি – শৃঙ্খলার মধ্য দিয়ে সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা সাদরে ফলাফল মেনে নিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাধারন সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও যুগ্ম সাধারন সম্পাদক পদে একক প্রার্থী থাকায় এই পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest