কলকলিয়ায় “আবু আরহাম তাইফ” এর জন্মদিন উদযাপন

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

কলকলিয়ায় “আবু আরহাম তাইফ” এর জন্মদিন উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি ##

কলকলিয়ায় ” আবু আরহাম তাইফ” এর ৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী তরুণ সমাজ সমাজ সেবক ইতালি প্রবাসী মোঃ আবু তাহের পুত্র “মোঃ আবু আরহাম তাইফ ” এর ৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে বন্ধু মহলের আয়োজনে ১২ ই জানুয়ারী রোজ সোমবার বিকাল ২ ঘটিকার সময় কলকলিয়া বাজারস্থ বিসমিল্লাহ এগ্রোফার্ম লিঃ এর হলরুমে দোয়া, কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, কলকলিয়া বাজার বনিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলী হোসেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এম সাদিকুর রহমান নান্নু, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুজ্জামান শুয়েব, তরুণ রাজনীতিবিদ জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মনসুর মিয়া, সমাজ সেবক আব্দুল মালিক, ব্যবসায়ী আব্দুল বাসিত টিপু, তরুণ সমাজ সেবক রোকন মিয়া, ফয়সল আহমদ, খোকন মিয়া, যুবায়ের আহমদ, আল-আমীন ও জাহিদুর রহমান প্রমূখ।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন, কলকলিয়া বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবু আইয়ুব আনসারী।

এ সংক্রান্ত আরও সংবাদ