জগন্নাথপুরে মাদক সম্রাজ্ঞী “আলেয়া ” গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

জগন্নাথপুরে মাদক সম্রাজ্ঞী “আলেয়া ” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে গাঁজা ও মদ সহ মাদক সম্রাজ্ঞী আলেয়া(৪৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই দীপংকর হালদার এর নেতৃত্বে সঙ্গীয় মহিলা পুলিশ সহ একদল পুলিশ ১২ ই জানুয়ারী দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার আকিলপুর গ্রাম নিবাসী মাদক সম্রাজ্ঞী আলেয়া বেগম(৫০) কে ৫০০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ভারতীয় মদ সহ তাঁর নিজ বাড়ীতে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ