প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
জগন্নাথপুরে রাস্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র দেব ওরফে সাধন দেব (৮০) এর শেষ কৃত্যানুষ্টান সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোল্লারগাঁও গ্রাম নিবাসী জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র কুমার দেব ওরফে সাধন (৮০) গতকাল ১৩ ই জানুয়ারী রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাস্ট্রীয় মর্যাদায় প্রয়াতের শেষ কৃত্যানুষ্টান অর্থাৎ দাহকার্য ১৪ ই জানুয়ারী রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় মোল্লারগাঁও গ্রামস্থ নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। তাঁর শেষকৃত্যানুষ্টান এর আগে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্যেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এর নেতৃত্বে ও জগন্নাথপুর থানার এসআই হাদী আব্দুল্লাহ সহ পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা বাবু রসরাজ বৈদ্য, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল শাহজাহান মাহমুদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মসিক আহমদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, শিক্ষক বাপ্পী দে, তরুন সমাজ সেবক জাহাঙ্গীর আলম, রাজা মিয়া ও প্রয়াত ধীরেন্দ্র দেবন ওরফে সাধন দেব এর পরিবারবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest