জগন্নাথপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

জগন্নাথপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। এবং অলিম্পিয়াড প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ ই জানুয়ারী রোজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দীন আহমদ, সরকারি কর্মকর্তাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। উদ্বোধন শেষে মেলার স্টল ঘুরে দেখেছেন উদ্বোধক রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ সহ অন্যান্য অতিথি বৃন্দ। এই মেলায় আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।  পরে এছাড়া দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার ১ম দিনে
৯ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ