প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ১৪৬ বস্তা রসুনসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকার আনু মিয়া (২৭) এবং গোয়াইনঘাট থানার লাবু এলাকার নুরুজ্জামান (২১)। এ অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আতিয়ার রহমান। তাকে সহায়তা করেন এসআই মোহন রায় ও অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশ দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালিত করে। ঘটনাস্থলটি ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানে ২,৫৫৫ কেজি (১৪৬ বস্তা) রসুন উদ্ধার করা হয় এবং রসুন পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত রসুনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ১১ হাজার টাকা।
গ্রেফতারকৃত ব্যক্তিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে রসুন ভারতে পাচারের চেষ্টা করছিল। তবে তারা বৈধ রপ্তানি সংক্রান্ত কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: হারুন মিয়া
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest