জগন্নাথপুরে হতদরিদ্র মানুষের মাঝে  জামায়াতের শীত বস্ত্র বিতরণ 

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

জগন্নাথপুরে হতদরিদ্র মানুষের মাঝে  জামায়াতের শীত বস্ত্র বিতরণ 

জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারী) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুললগঞ্জ বাজারে ও পরে হামিদপুর গ্রামে আরশ আলী’র বাড়িতে দেড় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রহমান সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর এর মাটি ও মানুষের আস্থার প্রতীক সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট ইয়াসিন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিশে শুরা কর্মপরিষদ সদস্য ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শুরা কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি দেলোয়ার হোসেন, সিলেট মহানগর জামায়াতের রুকন জামায়াত নেতা হাসান চৌধুরী, পাটলী ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি আব্দুল্লাহ,আরশ আলী, জামায়াত নেতা বিশিষ্ট মুরব্বি হাজি সুন্দর আলী, পাটলী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কয়েস মামুন, অফিস সম্পাদক মিটু, শ্রম সম্পাদক আব্দুল গফফার,উলামা সেক্রেটারি ছামির আহমেদ, সহ সেক্রেটারি শাহেদ আহমেদ, প্রচার সম্পাদক আল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণ রাষ্টের পাশাপাশি আর্ত মানবতার কল্যাণের কাজ করে যাচ্ছে। এবং প্রভাবশালীরা যেন আর্ত মানবতার কল্যাণে এগিয়ে আসেন।

শীত বস্ত্র বিতরণে আর্থিক সহযোগিতা করেন,পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাই আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা জামাল উদ্দিন বেলাল,বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা আফু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ মিয়া,মালেশিয়া প্রবাসী আতিকুল ইসলাম,কানাডা প্রবাসী হাসান আহমেদ ,ফ্রান্স প্রবাসী শাহিন আলম, লন্ডন সুহেব মামুন, খালিদ বিন এনাম, জাহিদুল ইসলাম রুবেল,জামায়াত নেতা সুজন আলম, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর,জামায়াত নেতা কয়েস মামুন, বিশিষ্ট সমাজ সেবক ছইল মিয়া, ইতালি প্রবাসী আব্দুল মুকিতসহ আরও অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ