আটপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষানুরাগী আবুল বাশার মোঃ ইয়াহিয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৫

আটপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক শিক্ষানুরাগী আবুল বাশার মোঃ ইয়াহিয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

হুমায়ূন কবীর ফরীদি ##

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল বাশার মোঃ ইয়াহিয়া’র স্বদেশ আগমন উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বৃহত্তর বালিকান্দী গ্রাম নিবাসী, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সিনিয়র সহ-সভাপতি, বালিকান্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব আবুল বাশার মোঃ ইয়াহিয়া সম্প্রতি সংক্ষিপ্ত সফরে জন্মভূমি বাংলাদেশে এসেছেন। তাঁর আগমনকে স্বাগত জানিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এই উপজেলার ঐতিহ্যবাহী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২১ শে জানুয়ারী রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের হলরুমে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও শিক্ষক কাজল বনিক এর পরিচালনায় সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি আলহাজ্ব আবুল বাশার মোঃ ইয়াহিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপারিন্টেন্ডেন্ট (ভারপ্রাপ্ত) শাহজাহান মাহমুদ।


আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাবিহা আক্তার রিমার কোরান তেলাওয়াত ও অর্চিরানী দাস এর গীতাপাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন, প্রদীপ রঞ্জন দাস, মোঃ ইমান উদ্দীন, শিক্ষার্থী দীপ্ত দাস ও রাইসা চৌধুরী প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আলহাজ্ব আবুল বাশার ইয়াহিয়া’র হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাইয়ূম, কাউসার আলম,আবুল কালাম ফেরদৌস, নাজমুন্নাহার, বদরুদ্দোজা আলম,রনজয় দাস, পিযুষ দেবনাথ ও শাহীনুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ