প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
বিশেষ প্রতিনিধি::
পহেলা ফেব্রুয়ারী সুনামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দোগে প্রত্যেক ইউনিয়ন থেকে আসা হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারী বিকাল ৪টায় উপজেলার প্রাণ কেন্দ্র ইকড়ছই মির্জাবাড়ী জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম,কর্মপরিষদ সদস্য মাস্টার আবু তাঈদ,কর্মপরিষদ সদস্য ও কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান, আইবিডব্লিউএফ উপজেলা সভাপতি জামাল উদ্দিন বেলাল,উপজেলা পেশাজিবী সংগঠনের সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি,চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি নেকবর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, পাইলগাওঁ ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু,পৌর জামায়াতের সেক্রটারী আলী আহমদ,জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দীন,আবুল কাশেম,জালাল আহমদ , ছাদিকুর রহমান,আবু সুফিয়ান সামসুল আবেদীন প্রমুখ। মিছিল পথসভা ও প্রচারপত্র বিলিতে উপজেলা জামায়াত পৌর জামায়াতসহ ৮টি ইউনিয়ন থেকে আসা প্রায় হাজার খানেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগন বলেন, সুনামগঞ্জের ইতিহাসে বৃহৎ সমাবেশ করতে যাচ্ছে জামায়াত। এ সমাবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেতারা।##
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest