জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী সহ ২জন গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী সহ ২জন গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী রফু(৩৭) ও নিয়মিত মামলার আসামী ছালেক(৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই মোঃ শফিকুল ইসলাম সহ একদল পুলিশ ৩১ শে জানুয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার লাউতলা গ্রাম নিবাসী মৃত মাসুক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রফু মিয়া (৩৭) কে ৬১ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ( জগন্নথপুর থানার মামলা নং- ২৪, তারিখ- ৩১/০১/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)। এছাড়াও জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি (কোর্ট বাড়ী) গ্রাম নিবাসী মৃত মাহমুদ আলীর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-২৩, তারিখ-২৮/০১/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/ ৩২৫/৩০৭/৩৫৪/১১৪/৫০৬ (২) পেনাল কোড এর আসামী মোঃ ছালেক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১ফেব্রুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ