জগন্নাথপুর মডেল প্রেসক্লাব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

জগন্নাথপুর মডেল প্রেসক্লাব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ  প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর মডেল প্রেস ক্লাবের কমিটি গঠন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে ক্লাবের আঞ্চলিক কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, জাতির বিবেক সাংবাদিকদের সংগঠনে পেশিশক্তি, প্রভাব প্রতিপত্তি বিস্তার করার কোন সুযোগ নেই। যাহারা সাংবাদিকদের সংগঠনে পেশিশক্তি দিয়ে যোগ্য মেধাবী সাংবাদিকদের বঞ্চিত করেন তাহারা প্রকৃত সাংবাদিকের পর্যায় পড়েনা। মডেল প্রেস ক্লাবে পেশাদার সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করা হবে, কোন ধরনের বৈষম্য করা হবেনা।

মতবিনিময় সভা সিনিয়র সাংবাদিক শাহ এস এম ফরিদের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম সারোয়ারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির ফরিদী, মুকিম উদ্দিন,সাংবাদিক আল আমিন ইসলাম, দুলন মিয়া, মিজানুর রহমান, জাবির আহমদ চৌধুরী প্রমুখ। মতবিনিময়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে অচিরেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শাহজাহান সিদ্দিকী, এজাজ আহমদ, আলীনুর রাহমান, নাজিম উদ্দীন সহ নতুন সদস্যরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ