কলকলিয়ায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

কলকলিয়ায় ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের আহবায়ক কমিটি গঠন

হুমায়ূন কবীর ফরীদি##

মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ লতিফীকে আহবায়ক ও মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান নোমানী কে সদস্য সচিব করে কলকলিয়া ইউনিয়ন শাখা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন শাখা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কমিটি গঠন এর লক্ষে ৪ ঠা ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বাদ জোহর স্থানীয় কলকলিয়া বাজার জামে মসজিদে প্রাঙ্গণে বালিকান্দী নতুন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মোল্লারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান নোমানী’র পরিচালনায় এবং হাফিজ মোঃ মাহবুব হোসেন এর কেরাত পরিবেশন এর মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ আসাদ উদ্দিন, মাওলানা হাফিজ সোহেল আহমদ, মাওলানা মোহাম্মদ এখলাছুর রহমান (আখলুছ) ও হাফিজ মেহেদী হাসান, মাওলানা আবদুল জলিল হাফিজ মাওলানা আজিজুল হক, জালালি,মাওলানা নিজাম মাওলানা রফিকুল ইসলাম বিপ্লবী, উদ্দীন, কারী আঃ লতিফ, হাফিজ নুরুজ্জামান হাফিজ মাওলানা মোহাম্মদ আলী হুসেইন, হাফিজ ফরহাদ হোসেন,হাফিজ মোহাম্মদ শহীদুল হক, হাফিজ আনোয়ার হোসেন, হাফিজ মাহবুব হোসেন, মৌলভী মঈনুল হোসেন, কারী,বায়জিদ আহমেদ, হাফিজ ইকবাল হোসেন ও মোঃ জুনেদ হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে বালিকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল মতলিব লতিফী সাহেব কে আহবায়ক ও মোল্লারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ সাইদুর রহমান নোমানী কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বালিকান্দী নতুন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমেদ চৌধুরী , কলকলিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আসাদ উদ্দিন, খাসিলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ সোহেল আহমদ, গোরারগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ এখলাছুর রহমান (আখলুছ) ও সাদীপুর সোনাপুর জামে মসজিদ ইমাম হাফিজ মেহেদী হাসান।
এই শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম সভা আগামী ৮ ই ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল প্রায় ১১ ঘটিকার সময় কলকলিয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন আহবায়ক ও সদস্য সচিব।

এ সংক্রান্ত আরও সংবাদ