জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহনূর(৩৮) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই সেকেন্ড অফিসার সাকিব হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই লুৎফুর রহমান, এএসআই- হুমায়ুন কবির এবং এএসআই এখলাছুর রহমান সহ একদল পুলিশ ৪ ঠা ফেব্রুয়ারী দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রমাতিপুর গ্রাম নিবাসী মোঃ সমছুদ্দিন এর ছেলে আদালত কর্তৃক দুই বছর এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহনূর হোসাইন (৩৮) কে গ্রেপ্তার করেছে(মামলা নং – দায়রা- ৪৪২/ ২০১৮, সিআর- ২৯৭/১৬ (ওসমানীনগর), দায়রা- ১৫৯৮/১৭সিআর-৫৫২/১৬ এবং অর্থজারী- ১৪৫/২৩)। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৫ ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ