জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা “জনি” গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা “জনি” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি ##

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জনি(২৩)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ ৫ ই ফেব্রুয়ারী বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রাম নিবাসী মৃত আব্দুল গফুর এর ছেলে পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোলাম দস্তগীর জনি(২৩)কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৬ ই ফেব্রুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই সাকিব হোসেন বলেন, নাশকতা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে তাঁকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ