প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
হুমায়ূন কবীর ফরীদি ##
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম। তাঁকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স মিলনায়তনে ৬ ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান- পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ এর পরিচালনায় মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রস্তাবনার অগ্রগতি পর্যালোচনা করে চলতি ২০২৫ সালের জানুয়ারী মাসে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম এর নাম ঘোষণা করেন এই সভার সভাপতি পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান- পিপিএম। পরে পুলিশ সুপারের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এসআই মোঃ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় উর্দ্ধতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় আমি গর্বিত। শ্রেষ্ঠত্বের এই প্রাপ্তি আমার একার নয়।থানা এলাকার সচেতন মহল সহ থানার সকল অফিসার ও ফোর্সকে আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।কেননা সকলের অপরিসীম সহোযগিতা ও আন্তরিকতা না থাকলে আমর এই অর্জন সম্ভব ছিলনা। আগামী দিনে আরও ভালো কিছু করতে সকলের দোয়া -ভালবাসা ও সহযোগিতা কামনা করছি।
নির্বাহী সম্পাদক ও প্রকাশক – তৌফিকুল আম্বিয়া টিপু
বার্তা সম্পাদক- হুমায়ূন কবীর ফরীদি
উপদেষ্টা: তারিকুল আম্বিয়া অপু
বাংলাদেশ কার্যালয়- কলকলিয়া বাজার, জগন্নাথপুর, সুনামগন্জ।
প্রধান কার্যালয়- ৮২৪ মেইন স্রীট, মেনচেষ্টার, কানেকটিকাট- ০৬০৪০, যুক্তরাষ্ট্র।
ফোনঃ ০১৭১৭৯৩১৬৫৮(বিডি) +১৮৬০৭৯৬৭৮৮৮(ইউএসএ)
ইমেইলঃ usbanglabarta@gmail.com
Design and developed by Web Nest